ধর্মের আইন ও নারী সমাজ
৩০ জুলাই ২০১৯ ভারতে একটি ঐতিহাসিক বিল পাশ হয়েছিল। নাম – ‘প্রটেকশান অফ রাইটস অন ম্যারেজ ট্যু উইমেন বিল’ সংক্ষেপে ‘তিন তালাক (তালাক-এ-বিদ্দত) বিল ২০১৯’। এই বিল উত্থাপনের জন্য ভোটাভুটিতে ৯৯টি ভোট পড়ে এই বিলের পক্ষে, ৮৬ টি ভোট পড়ে বিপক্ষে। বিপক্ষের সংখ্যাটি নেহাত কম নয়, বিতর্ক ঘনায় টিভি চ্যানেলের টক্ শো’এ। পরিচিত মহলেও সেই বিষয়ে কাজিয়ার শুরুটা হয়েছিল - "মুসলিমদের মধ্যে বিয়ের সময় "কবুল, কবুল, কবুল" বলাটা যদি হবু স্ত্রীর অধিকারে থাকে, তবে "তালাক তালাক তালাক" বলার অধিকার একা স্বামীর থাকবে কেন ?"
by সরিতা আহমেদ | 30 July, 2025 | 174 | Tags : Muslim Personal Law Tin Talaq Bill